প্রকাশিত: Mon, May 6, 2024 1:30 PM
আপডেট: Thu, Jul 3, 2025 5:31 PM

বাংলা ফোক কোকের হাত ধরে বিশ্বসংগীত হয়ে ওঠার অপেক্ষায়

অনির্বাণ আরিফ : প্রীতম হাসানঅর্ণবকে সাথে নিয়ে ‘কোক স্টুডিও- বাংলা’ একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছেন, বাংলা ফোক গান তুলে এনে। অথচ এ কাজটা এতোকাল কারো মাথায় আসে নাই, কেন? উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ সংগীত হচ্ছে, বাংলা লোকগান। জনপ্রিয় শিল্পী মমতাজের কণ্ঠে এই গান প্রথমদিকে জনপ্রিয় হয়, কিন্তু কোক স্টুডিও’র মাধ্যমে এটি এখন ছড়িয়ে গেছে বিশ্ব অঙ্গনে। বিশ্ব অঙ্গন বলছি এজন্য যে, ইউটিউব চ্যানেলে কোক স্টুডিও বিশেষ করে প্রীতম হাসানের গান রিলিজ হওয়ার সাথে সাথে ভারত-পাকিস্তান, এমনকি সুদূর পাশ্চাত্যের অনেক শ্রোতাকে রিএকশন দিতে দেখা গেছে, এমনকি তাদের অনেকেই রিভিউও দিয়ে যাচ্ছেন। অবিশ্বাস্য না? বাংলা ফোক কোকের হাত ধরে বিশ্বসংগীত হয়ে ওঠার অপেক্ষায় আছি।